ব্রেকিং নিউজ
লাগামহীন নিত্যপণ্যের বাজারে ,অসহায় ক্রেতারা মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮/১২/২০২৩, ৪:২০:৫৭ PM

পুরুষকর্মীদের অনুপ্রাণিত করতে নারীকর্মীদের হালকা মেকআপের নির্দেশ দিয়ে তোপের মুখে চীনা কোম্পানি

পুরুষকর্মীদের অনুপ্রাণিত করতে নারীকর্মীদের হালকা মেকআপের নির্দেশ দিয়ে তোপের মুখে পড়েছে একটি কোম্পানি। পরে এ নির্দেশনা থেকে সরে আসেন কোম্পানিটির নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রতিষ্ঠানে। কোম্পানিটির নির্বাহী কর্মকর্তার দাবি, তিনি রসিকতা করে বিষয়টি বলেছিলেন।

পুরুষকর্মীদের অনুপ্রাণিত করতে নারীকর্মীদের হালকা মেকআপের নির্দেশ দিয়ে তোপের মুখে পড়েছে একটি কোম্পানি। পরে এ নির্দেশনা থেকে সরে আসেন কোম্পানিটির নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রতিষ্ঠানে। কোম্পানিটির নির্বাহী কর্মকর্তার দাবি, তিনি রসিকতা করে বিষয়টি বলেছিলেন।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, লুয়ো নামের একটি কোম্পানির নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে গ্রুপ চ্যাটে গত ৩০ নভেম্বর নারী কর্মীদের হালকা মেকাপ করে আসতে বলেন। ওই গ্রুপে পাঁচজন নারী ছিলেন। 

লুয়ো নামের ওই নির্বাহী কর্মকর্তা চ্যাটে লেখেন,  'নারীরা আমাদের দলকে অনুপ্রাণিত করতে ডিসেম্বর থেকে হালকা মেকআপ পরিধান করুন৷ আমাদের পুরুষ সহকর্মীরা নারীদের বিকেলের চা খাওয়ার জন্য  অর্থায়ন করবেন।'  কিছুক্ষণ পরে লুও গ্রুপ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়ার পরে, তিনি এর গুরুত্ব বোঝাতে আবার বার্তা পাঠান।

এ ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোপের মুখে পড়েছে লুও নামের কোম্পানিটি। পরে এক বিবৃতিতে কোম্পানিটির নির্বাহী কর্মকর্তা লুয়ো জানান, তিনি রসিকতা করে বিষয়টি বলেছেন।  

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী লেখেন, এটা কোনো মজা হতে পারে না। 

আরেক ব্যবহারকারী লেখেন, আসলেই কী এটা রসিকতা?